হোম » সারাদেশ » বাসাইলে নদী সংরক্ষণ উদ্বুদ্বকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

বাসাইলে নদী সংরক্ষণ উদ্বুদ্বকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ বাসাইলের কাউলজানীতে ইউনিয়ন পর্যায়ে নদী সংরক্ষণ শীর্ষক ‘উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাউলজানী ইউনিয়নের নওশেরীয়া মাধ্যমিক বিদ্যালয় হলরুমে সোমবার (১১ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় নদী রক্ষা কমিশনের ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের অর্থায়নে আয়োজিত। কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃহাবিবুর রহমান চৌধুরী(হবি) সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)নাহিয়ান নুরেন, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রোগ্রাম অফিসার মোহাম্মাদ আলী, এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট মোঃমনির হোসেন চৌধুরী, নওশেরীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃসানোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্বা হারুন অর রশিদ প্রমুখ।

আলোচনায় সকল স্তরের স্টেকহোল্ডারদের নদী রক্ষায় এগিয়ে আশার জন্য আহ্বান জানানো হয়। এসময় অবৈধ দখল উদ্ধার, নদী দূষণ রোধ এবং নদী ব্যবহারকারীদেরকে সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ ও সুপারিশ প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদকর্মী, গণ্যমান্য ব্যক্তিরা এবং স্টেকহোল্ডাররা অংশ নেয়।

error: Content is protected !!