হোম » সারাদেশ » শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে  টাঙ্গাইলে এনসিটিএফ কর্তৃক প্রধানমন্ত্রী বরাবর স্মারক প্রদান

শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে  টাঙ্গাইলে এনসিটিএফ কর্তৃক প্রধানমন্ত্রী বরাবর স্মারক প্রদান

শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ শিশুর জন্য বিনিয়োগ করি,সমৃদ্ধ বিশ্ব গড়ি প্রতিপাদ্য কে বিষয়কে সামনে রেখে সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১। তারই ধারাবাহিকতায় সারাদেশের মতো টাঙ্গাইলেও শিশু অধিকার সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স(এনসিটিএফ)এর উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(৭ অক্টোবর)দুপুরে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স টাঙ্গাইল জেলা শাখার সদস্যরা টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারক লিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ টাঙ্গাইল জেলার সভাপতি আব্দুল্লাহ দাউদ আলভী,সহ সভাপতি হুমায়রা বিনতে হারুন, সাধারণ সম্পাদক ফাতেমা তুজ বুশরা,যুগ্ম সম্পাদক ফয়সাল মাহমুদ শাওন,সাংগঠনিক সম্পাদক আহনাফ মোবাশশির,শিশু সাংবাদিক তাহিরা তাসনিম,শিশু সাংসদ(ছেলে)নাইম মির্জা, শিশু সাংসদ(মেয়ে)সামিয়া ইসলাম রোজা,শিশু গবেষক(মেয়ে)হাবিবা বিনতে হারুন,জেলা সেচ্ছাসেবক নুসরাত হাসান প্রমুখ। প্রসঙ্গত, স্মারকলিপিতে শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ সহ বিভিন্ন  প্রসঙ্গ উল্লেখ করা হয়।
error: Content is protected !!