হোম » সারাদেশ » যশোরে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু

যশোরে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু

এস আর নিরবঃ যশোরে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেয়ার সময় কনক বিশ্বাস (৩৫) নামে এক যুবক বিদ্যুৎপৃষ্টে মারা গেছেন। মঙ্গলাবার (৫ অক্টোবর) রাতে বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেয়ার সময় এই ঘটনা ঘটে।কনক সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের বাসিন্দা। নিহত কনকের ভাইপো শুভঙ্কর বিশ্বাস জানান, কনক বিশ্বাস ইজিবাইক চালাতেন। নিজের বাড়িতে প্রতি রাতে সেই ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দিতেন। মঙ্গলবার রাতে দুর্ঘটনা ঘটলে সাথে সাথে তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস জানান, হাসপাতালে আনার আগেরই বিদ্যুৎপৃষ্টের ওই রোগী মারা যান।

Loading

error: Content is protected !!