হোম » সারাদেশ » রায়গঞ্জে নবাগত ইউএনও তৃপ্তি কণা মন্ডলের যোগদান

রায়গঞ্জে নবাগত ইউএনও তৃপ্তি কণা মন্ডলের যোগদান

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জে  গত ৫ অক্টোবর নবাগত উপজেলা  উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল যোগদান করেছেন। তিনি ৩৩ তম বিসিএস এ মেধা তালিকায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন। এর আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন শিশু একাডেমিতে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।  উল্লেখ্য সাবেক উপজেলা  নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলম পদন্নোতি জনিত কারণে অনত্রে বদলী হয়। তাঁর স্থলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল যোগদান করেন।

Loading

error: Content is protected !!