হোম » সারাদেশ » চাটখিলে গনতন্ত্রের মানসকন্যার ৭৫ তম জন্মদিন উপলক্ষে গন টিকার কার্যক্রম অনুষ্ঠিত।

চাটখিলে গনতন্ত্রের মানসকন্যার ৭৫ তম জন্মদিন উপলক্ষে গন টিকার কার্যক্রম অনুষ্ঠিত।

মনির হোসেন (চাটখিল উপজেলা প্রতিনিধি): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, উন্নয়নের রূপকার, বিদ্যানন্দিনী দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সারা দেশের মত নোয়াখালী চাটখিল উপজেলায় গন টিকার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮শে সেপ্টেম্বর মঙ্গলবার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে সকাল ৯টা থেকে গন টিকার কার্যক্রম শুরু হয়েছে। ২৫ বছরের উর্ধ্বে প্রায় ১২শত বেশি নারী পুরুষের মাঝে টিকা দেওয়া হয়েছে।  সকাল থেকে উতসাহ উদ্দীপনায় নারী পুরুষ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। টিকে নিতে আসা নারী পুরুষরা টিকা নেওয়ার স্বাভাবিক কার্যক্রমকে সন্তোষ প্রকাশ করেন।
টিকা নিতে আসা নারী ও পুরুষের সেবা দেওয়ার জন্য সার্বক্ষণিক সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা সংঘ (সিংবাহুড়া), এন সোসাল ব্লাড ব্যাংক ও রক্ত বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের সদস্যরা। উপস্থিত ছিলেন নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ। টিকার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি খন্দকার ফারুক আহমেদ দুলাল। আরও উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মঞ্জুর আলম, আবু হানিফ রিপন, মহিন উদ্দিন মেম্বার, কাঞ্চন মেম্বার সহ এলাকার সামাজিক ব্যাক্তিবর্গ।
error: Content is protected !!