হোম » সারাদেশ » রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে শায়িত হলেন সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর

রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে শায়িত হলেন সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর

সুনামগঞ্জ প্রতিনিধি : রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে শায়িত হলেন সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর। ২৭ সেপ্টেম্বর ২০২১ইং সোমবার সকাল ১১ টার সময় বার্ধক্য জনিত কারনে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি। তার মৃত্যুতে সুনামগঞ্জ ৫ আসনের সদস্য জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক,বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ধসঢ়;, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান,সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান

ও জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,সাবেক পিপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড.খায়রুল কবির রুমেন এডভোকেট,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান চৌধুরী শাহী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন,সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নোমান বখত পলিন,যুক্তরাজ্যস্থ প্রবাসী আওয়ামীলীগ নেতা ইমানুজ্জামান চৌধুরী মহী,দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন

পত্রিকার সম্পাদক আহমদুজ্জামান হাসান,সদর উপজেলা কমান্ড এর সাবেক কমান্ডার আব্দুল মজিদ,আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জাহান,সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আল-হেলাল,সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক মোস্তাক আহমদ রোমেলসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য লোকজন সুগভীর শোক প্রকাশ ও মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমের ভাতিজা সাংবাদিক আশিকুর রহমান পীর জানান,এশার নামাজের পর শহরের লক্ষণ শ্রী ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে আমার চাচা বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর সাহেবকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি এক ছেলে,দুই মেয়ে,স্ত্রী ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। মালেক পীর দীর্ঘদিন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর সাবেক সদস্য-সচিব এর দায়িত্ব পালন করেন। জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার পদে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গুনগ্রাহী সুহৃদদের শোক প্রকাশ অব্যাহত রয়েছে। জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য ইমানুজ্জামান চৌধুরী মহী বলেন,একেএকে নিভিছে প্রদীপ। শেষমেশ চলে গেল সহপাঠী মালেক পীর। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন বলেন,খুব নীরবেই চলে গেলেন আমাদের সবারপ্রিয় প্রতিবাদী বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর।

উনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। তাঁর মৃত্যুতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ গভীরভাবে শোকাহত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। মালেক পীরের বাসভবন থেকে ফেরার সময় পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবাবিল নূর কেও দেখতে যান তিনি। আবাবিল এর সহধর্মিণী কিছুদিন পূর্বে মারা যান।

Loading

error: Content is protected !!