হোম » সারাদেশ » কালিহাতী থানায় পুলিশী সেবা পেতে কোনো অর্থ লাগবে না – ওসি মোল্লা আজিজুর রহমান

কালিহাতী থানায় পুলিশী সেবা পেতে কোনো অর্থ লাগবে না – ওসি মোল্লা আজিজুর রহমান

মো. মমিন হোসেন, কালিহাতী প্রতিনিধি :  টাঙ্গাইলের কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান প্রতি সপ্তাহে শুক্রবার জুম্মার দিনে বিভিন্ন মসজিদে গিয়ে পুলিশী সেবা বিষয়ে আলোচনা অব্যহত রেখেছেন।  তিনি বলেছেন কালিহাতী থানায় পুলিশী সেবা পেতে কোনো অর্থ লাগবে না।  তিনি শুক্রবার (২৪ সেপ্টেম্বর)  জুম্মা নামাজে খুতবার পূর্বে উপজেলার বাংড়া ইউনিয়নের সাকরাইল জামে মসজিদে আলোচনায় এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাসমত আলী নেতা, কালিহাতী থানার পুলিশ উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন, বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতালেব হোসেন, বাংড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আঃ লতিফ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, স্থানীয় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ মালেক সহ সাকরাইল গ্রামের ছাত্র-যুবক ও অসংখ্য মুসল্লী বৃন্দ।
এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা খিলগাঁও প্রেসক্লাবের তথ্য বিষয়ক সম্পাদক সৈয়দ আমির হোসেন, সাপ্তাহিক ইনতিজার পত্রিকা সহ-সম্পাদক ও জবস্ টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসিন হাবিব সবুজ, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার কালিহাতী প্রতিনিধি মোঃ মমিন হোসেন, দৈনিক  আজকের প্রভাত পত্রিকার কালিহাতী প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম লিটন, জনতা টিভির প্রতিনিধি মাসুদুল আলম স্বপন সিদ্দিকী, দৈনিক দেশ বার্তা পত্রিকার কালিহাতী প্রতিনিধি মোঃ মাসুম সহ জবস্ টিভির কালিহাতী প্রতিনিধি মোঃ শাহাদৎ হোসেন প্রমুখ।
ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, থানা পুলিশের সেবা বিষয়ে সকল জনসাধারণকে অবগত করতে প্রতি জুম্মার দিন বিভিন্ন মসজিদে গিয়ে আলোচনা করি, থানার পুলিশী সেবা পেতে কোনো অর্থের প্রয়োজন হয় না, তাছাড়া থানায় জিডি, মামলা ও পুলিশ কিলারেন্স পেতে কোনো টাকা পয়সা লাগে না, যদি কেউ কোনো অর্থ লেনদেন করতে বলে তবে আমাকে জানান। সর্বশেষ তিনি বাংড়া বিট পুলিশ অফিসার এর সেবা বিষয়ে কথা বলার মধ্য আলোচনা শেষ করেন।
error: Content is protected !!