হোম » সারাদেশ » সিরাজগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

সিরাজগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

হুমায়ুন কবির সুমন,  সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে রিমা খাতুন (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টায় উপজেলার চর মালশাপাড়া কাটা ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যু রিমার জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের রামশরগাতী গ্রামের বদিউজ্জামানের মেয়ে।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী সোহেল রানা (২৫) কে আটক করেছে পুলিশ। আটককৃত সোহেল রানা ঐ এলাকার সাহেদুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, নিহত রিমার স্বামী সোহেল রানা ধারালো ছুঁড়ি দিয়ে তার বুকে আঘাত করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে রিমার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, স্থানীয় লোকজন সোহেল রানাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Loading

error: Content is protected !!