হোম » সারাদেশ » নাগরপুরে বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

নাগরপুরে বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে নদী ভাঙ্গন ও পানিবন্দী দুস্থ অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু উপজেলার গয়হাটা, সলিমাবাদ ও ধুবড়িয়া ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে পানিবন্দী অসহায় প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো.উজ্জ্বল হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবর আল মামুন,

সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো.সজীব মিয়া প্রমূখ। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেন, নদী ভাঙ্গনে মানুষকে ভীত না হয়ে সাহসিকতার সাথে দুযোর্গ মোকাবেলা করতে হবে। তিনি আরো বলেন যেকোন দুর্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। আশা করছি খুব দ্রুতই ভাঙ্গন রোধে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহন করবে।

error: Content is protected !!