হোম » সারাদেশ » অতিক্রম লালমনিরহাটের মতবিনিময় সভা ও কমিটি গঠন

অতিক্রম লালমনিরহাটের মতবিনিময় সভা ও কমিটি গঠন

Exif_JPEG_420

মোঃ মাসুদ রানা রাশেদ: শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা শহরের সূর্যমুখী ক্যাফেতে অতিক্রম লালমনিরহাটের আয়োজনে অতিক্রম লালমনিরহাটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক হেলাল হোসেন কবির। প্রধান অতিথি ছিলেন বায়ান্নর ভাষা সৈনিক জহির উদ্দিন আহমেদ।
বক্তব্য রাখেন মুহিন রায়, দীপক রায়, সাফিউল ইসলাম প্রধান, রফিকুল ইসলাম, ওয়াসীম উদ্দিন বসুনিয়া, হীরা চন্দ্র রায়, ভবসিন্ধু রায় নয়ন, বকুল চন্দ্র রায়, রিপন চন্দ্র রায়, আব্দুল্লাহ চৌধুরী, ইয়াছিন আরাফাত রিপন, জাকির হোসেন, ফারুক আহমেদ সূর্য, আব্দুল লতিফ, সোহাগ, মোখছেদুর রহমান, জনি খান, আবদুর রব সুজন প্রমুখ। এ সময় অতিক্রম লালমনিরহাটের নির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক কবি ও সাংবাদিক মাসুদ রানা রাশেদ।
অতিক্রম লালমনিরহাটের কমিটি গঠনঃ অতিক্রম লালমনিরহাটের কমিটি গঠন অনুষ্ঠিত হয়। অতিক্রম লালমনিরহাটের উপদেষ্টাঃ ভাষা সৈনিক জহির উদ্দিন আহমেদ, কবি ফেরদৌসী বেগম বিউটি, হীরালাল রায়, মোফাখখারুল ইসলাম মজনু, আবদুর রব সুজন, এস দিলীপ রায়, মুনীম হোসেন প্রতীক, হারুন অর রশিদ, এস আর শরিফুল ইসলাম রতন। আহবায়কঃ হেলাল হোসেন কবির। যুগ্ম আহবায়কঃ মুহিন রায়, মাসুদ রানা রাশেদ।
নির্বাহী সদস্যঃ এ্যাডঃ বিধুভূষণ রায় সাবু, প্রদীপ কুমার রায়, এম ছাইদুল হক, রবিউল ইসলাম আউয়াল, ওয়াসীম উদ্দিন বসুনিয়া, দীনেশ চন্দ্র রায়, রমজান আলী, হুমায়ুন কবির, আব্দুল লতিফ, প্রবীর মিত্র বাদল, শাহজাহান আলী, রতন কুমার জীবন, জীবন রায়, নুরনবী মিয়া, সহিদ বাদশা বাবু, মজনু মিয়া, রফিকুল ইসলাম, খায়রুল কবির, রিগ্যান আশরাফ, এস এম হাসান আলী, মোখছেদুর রহমান, যুধিষ্টি চন্দ্র রায়, সাফিউল ইসলাম প্রধান, কাব্য রাসেল, সুমন চন্দ্র রায়, শাহজাহান আলী সরকার সুমন, বকুল চন্দ্র রায়, সৈয়দ শামীম আহম্মেদ, ফারুক আহম্মেদ সূর্য, সজীব আলম কৌশিক, রুবেল সরকার, নুরুন্নবী মিয়া, জাহাঙ্গীর আলম বাবু, জামাল বাদশা, আনন্দ কুমার রায়, প্রান্তিক স্যানাল, হরিপদ রায়, আনিছুর রহমান শাহোন, রতন চন্দ্র রায়, আব্দুল হাকিম সবুজ, হরিপদ রায় হরি, আব্দুল্লাহ চৌধুরী, ভবসিন্ধু রায় নয়ন, হীরা চন্দ্র রায়, আশিকুর রহমান, রশিদুল ইসলাম রিপন, গোলাম কিবরিয়া, নাহিদ মোর্শেদ লিপন, আশিকুর রহমান আশিক, তুষার চন্দ্র রায়, ইউছুপ হোসেন, সাদেকুল ইসলাম, সোহেল রানা, নূরুজ্জামান বকুল, ইয়াসিন আরাফাত রিপন, উত্তম রায়, নাহিদ হাসান, লাজু মিয়া।
উল্লেখ্য যে, লালমনিরহাট উন্নয়নের জন্য সামাজিক সংগঠন অতিক্রম এর ১২দফা দাবি পেশ করে দীর্ঘদিন থেকে সদস্যরা প্রচার করে আসছে। সেই দাবির বাস্তবায়ন চায় তারা। দাবিগুলো হলো- প্রস্তাবিত স্থান মহেন্দ্রনগরে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করতে হবে; পরিবেশ বান্ধব তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই; মোগলহাট স্থলবন্দর চালু করতে হবে; লালমনিরহাট থেকে অভ্যন্তরিন বিমান যাতায়াত চালু কর; লালমনিরহাটে মেডিকেল কলেজ স্থাপন করতে হবে;
তিস্তা নদীর উপর ব্রডগেজ রেলসেতু তৈরি; লালমনিরহাটে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট চাই; বুড়িমারী-ঢাকা তিনবিঘা করিডোর এক্সপ্রেস চালু কর; যুব উন্নয়ন ও টিটিসির শিক্ষার্থীদের সরকারিভাবে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে; আইসিটি পার্ক দ্রুত বাস্তবায়ন চাই; ধরলা নদীর দুই ধারে স্থায়ী নদী শাসন করতে হবে; লালমনিরহাটে কৃষকদের জন্য সরকারি বাজার চালু করার দাবি জানানো হয়।
error: Content is protected !!