হোম » সারাদেশ » সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার নিচে 

সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার নিচে 

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : যমুনা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাটির এদিকে এখনো বিপদসীমার উপরে রয়েছে। সিরাজগঞ্জে যমুনার পানি সব পয়েন্টেই দ্রুতগতিতে কমে যেতে শুরু করেছে। সেই সাথে কমছে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ জানান, সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২৬ মিটার। গত ২৪ ঘন্টায় ২০সেন্টিমিটার কমে বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা-১৩.৩৫ মিটার)।

অপরদিকে কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১৮ মিটার। ২৪ ঘন্টায় ২১ সেন্টিমিটার কমে বিপদসীমার ৭ সেন্টিমিটার নীচে রয়েছে (বিপদসীমা-১৫.২৫ মিটার)। অপরদিকে বাঘাবাড়ী পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭৫ মিটার। ২৪ ঘন্টায় যমুনার পানি ১৫ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা ১০.৪০ মিটার)।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রেেকৗশলী জাকির হোসেন জানান, শনিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে যমুনায় পানি কমতে শুরু করেছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে বিপদসীমার নিচে নেমে গেছে। বাঘাবাড়ি পয়েন্টে এখনো বিপদসীমার উপরে রয়েছে। তবে সেখানেও দ্রুতগতিতে পানি কমছে। আর পানি বাড়ার সম্ভাবনা নেই বলে জানান তিনি।

error: Content is protected !!