হোম » সারাদেশ » বগুড়ায় করোনায় দুই জনের মৃত্যু, শনাক্ত ২৫

বগুড়ায় করোনায় দুই জনের মৃত্যু, শনাক্ত ২৫

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজন মারা গেছেন। একই সময়ে জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৫ জন। আক্রান্তের হার ৭ দশমিক ৮৬ শতাংশ।  বৃহস্পতিবার সকালে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, করোনায় মারা যাওয়া দুইজনের মধ্যে বগুড়ার একজন। মৃত ব্যক্তি সদর উপজেলার তয়েজউদ্দীন (১০০)।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার  সকাল ৮টা পর্যন্ত করোনায় নতুন মৃত্যু নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৫৫ জনে। করোনায় মোট মৃতদের মধ্যে শুধু বগুড়ার বাসিন্দা রয়েছেন ৬৬৫ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  তবে এই তালিকায় করোনা  উপসর্গ নিয়ে মৃতরা নেই।

ডা. সাজ্জাদ আরও জানান, বুধবার মোট ৩১৮টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে একজন এবং এন্টিজেন পরীক্ষায় ২ জন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া টিএমএসএস ল্যাবে একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

নতুন শনাক্তদের মধ্যে ২৫ জনের মধ্যে সদরে ১৩, শাজাহানপুরের ৫, গাবতলীতে ৩, আদমদীঘিতে ২ এবং বাকি ২ জন নন্দীগ্রামের বাসিন্দা। স্বাস্থ্য বিভাগ জানায়, একই সময়ে নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৮ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ২৬৯ জন।  এ পর্যন্ত মোট ২১ হাজার ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া জেলায় করোনায় আক্রান্ত ১০৯ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ডা. সাজ্জাদ।

error: Content is protected !!