হোম » সারাদেশ » শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে টাঙ্গাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন 

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে টাঙ্গাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন 

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ করোনাভাইরাসের বিস্তার রোধে কয়েক দফায় বাড়ানো হয় শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি।বর্তমানে করোনার প্রকোপ নিম্নমুখী থাকায়  দেশের সকল খাতের উপর থেকে বিধিনিষেধ উঠিয়ে নেয়ায় সব কিছুই স্বাভাবিক গতিতে চলমান রয়েছে শুধু মাত্র শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত।
তারই পরিপ্রেক্ষিতে  সারাদেশের ন্যায় অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে টাঙ্গাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার(২ সেপ্টেম্বর)বেলা ১১ টা সময় টাঙ্গাইল প্রেস ক্লাব চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলার সভাপতি আকবর আলীর সভাপতিত্বে উপস্থিত বক্তারা বলেন, বর্তমানে দেশের সব কিছু চলমান রয়েছে শুধু মাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।আর এভাবেই দেশের যুব সমাজ শিক্ষা বিমুখ হয়ে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িয়ে যাচ্ছে।তাই দেশের যুব সমাজ কে ধ্বংসের হাত থেকে বাচাতে অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবী জানান তারা।অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন উপস্থিত বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলার সহ-সভাপতি আলহাজ্ব আকরাম আলী,শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক রেজাউল করিম,যুগ্ম সম্পাদক আনিছুর রহমান সিল্টু,প্রচার সম্পাদক শাহিনুর ইসলাম,ইসলামী যুব আন্দোলন জেলার সভাপতি সেলিম হোসেন,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এস এম কামরুল ইসলাম প্রমুখ।
error: Content is protected !!