হোম » সারাদেশ » রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আব্দুস সালামকে নৌকার মাঝি হিসেবে আবারও চাই ইউনিয়নবাসী

রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আব্দুস সালামকে নৌকার মাঝি হিসেবে আবারও চাই ইউনিয়নবাসী

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান,রায়গঞ্জ,সিরাজগঞ্জঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী গ্রাম হবে শহর,তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান,বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সরকার।আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবারও নৌকার মাঝি হতে চান আব্দুস সালাম সরকার।তিনি ইউনিয়নের গুরুত্বপূর্ণ,পরিত্যক্ত রাস্তা,মাদ্রাসা,মসজিদ,কবরস্হান,ঈদগাহ মাঠসহ নানা উন্নয়ন মূলক কাজ ও গরীব অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা করে জনগণের কাছে ইতিমধ্যেই তিনি প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করেছেন।
এই মূহরতে পাঙ্গাসী ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া।বিভিন্ন চায়ের দোকানে বইছে প্রার্থীদের নিয়ে বিশ্লেষণ।নরে-চড়ে মাঠ সরগরম করে তুলেছে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা।অত্র ইউনিয়নের বেশ কিছু সাধারন জনসাধারনের সাথে কথা বললে তারা জানান,আব্দুস সালাম চেয়ারম্যানের মতো একজন তরুন,শিখ্যিত ও ভদ্র,সৎ মানুষকে চেয়ারম্যান হিসেবে আমরা তাকে আবারও দেখতে চাই।মোটকথা তিনি একজন ভালো মানুষ।এদিকে পাঙ্গাসী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃআব্দুল আলীম শেখ বলেন,আব্দুস সালাম সরকারের মতো ভদ্র লোক পাওয়া খুবই কঠিন।
সে এলাকার গণ্য-মান্য মুরব্বী,ছোট-বড় সবাইকে সম্মান ও স্নেহ করে চলেন।তাকে আমরা আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।এদিকে আব্দুস সালাম সরকার বলেন,আমি ছালীগীগের রাজনৈতিক কার্যকলাপের মাধ্যমে আমার বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি শুরু করি।আজ অবধি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আসছি।আমি এলাকাকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে চাই।আমি সুষ্ঠ ধারায় জনগণের কল্যানে ও জনসেবায় নিজেকে তুলে ধরতে চাই।তিনি আরও বলেন,মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমণ মোকাবিলায় আমি আমার ইউনিয়নে কাজ করেছি।আমি যতটুকু পেরেছি এলাকাবাসীকে সাহায্য ও সহযোগিতা করেছি।আমি আমার ইউনিয়নবাসীর দোয়া ও ভালবাসা চাই।
error: Content is protected !!