হোম » সারাদেশ » দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের নিকট থেকে ১১টি সোনার বার জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি

দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের নিকট থেকে ১১টি সোনার বার জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের নিকট থেকে ৩ কেজি ৭৪০ গ্রাম (৩২০.৬৪ ভরি) ওজনের ১১টি সোনার বার জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।  বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের বাংলাদেশের ২ কিলোমিটার অভ্যন্তর থেকে এই স্বর্ণ পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদ পেয়ে ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার সুবেদার কাজী আজাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে একটি টহলদল উপজেলার ঠাকুরপুর সীমান্তে অভিযান চালায়। এ সময় টহলদলটি এক ব্যক্তিকে ধাওয়া করলে তিনি তার কাছে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগ খুলে ৩ কেজি ৭৪০ গ্রামের ১১টি সোনার বার ও বাইসাইকেল জব্দ করে বিজিবি।

উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য দুই কোটি ৩৫ লাখ টাকা। পলাতক আসামি ঠাকুরপুর গ্রামের মৃত লুৎফর বিশ্বাসের ছেলে মোস্তাফিজুর রহমান। পরে তার নাম উল্লেখ করে দামুড়হুদার দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে।এলাকাবাসী সুত্রে জানা যায়, বর্তমান করোনা মহামারী সময়ে স্বর্ণ পাচার চক্রগুলো বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রশাসন অতি প্রখর হওয়ার পরও থেমে নেই পাচার কারিরা।

error: Content is protected !!