মিরসরাই প্রতিনিধি:: মিরসরাই উপজেলার বিভিন্ন অঞ্চলের শতাধিক এতিম হাফেজ ও হাফেজাদের মাঝে ঈদ উপহার হিসেবে জুব্বা, পায়জামা ও বোরকা বিতরণ করেছে করোনা সংকটকালে লাশের দাফন, কাফন ও জানাযা সম্পন্নকারী সংগঠন শেষ বিদায়ের বন্ধু । শুক্রবার (২২ মে) বিকেলে শেষ বিদায়ের বন্ধু সংগঠনের অস্থায়ী কার্যালয় ওয়ার্লেস দারুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী। সংগঠনের প্রধান সমন্বয়ক সাংবাদিক নুরুল আলমের সঞ্চালনায় এবং শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস এ ফারুকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন, শেষ বিদায়ের বন্ধু সংগঠনের সমন্বয়কারী সমন্বয়কারী নিজাম উদ্দিন, হাফেজ মাওলানা শোয়াইব, শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের পরিচালক এজেডএম সাইফুল ইসলাম টুটুল প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবের রহমান চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক মাজাহারুল ইসলাম চৌধুরী, মাজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্ল্যাহ চৌধুরী, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম উল্ল্যাহ। অতিথিরা উপজেলার শতাধিক এতিম হাফেজ ও হাফেজাদের জন্য ঈদ উপহার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের হাতে তুলে দেন।
মিরসরাইয়ের শতাধিক এতিম হাফেজ ও হাফেজাদের মাঝে ঈদ উপহার বিতরণ

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
পীরগঞ্জে সরকরি জমি দখলের পায়তারা, ৫৮ জনের নামে মামলা
দাগনভূঞায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বগুড়ার আদমদীঘিতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু