শাহজাহান সিরাজ, গাইবান্ধা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসুচীর অংশ হিসেবে গাইবান্ধা জেলা আনসার কমান্ড কার্যালয় চত্বরে ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ ও রোপন করা হয়েছে।
১৯ জুলাই রবিবার জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি মোঃ এফতেখারুল ইসলাম ১ হাজার ফলদ ও ভেষজ চারা বিতরণ ও রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ তৌহিদ উজ জামান।
জেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বৃক্ষ চারা বিতরণ এবং জেলা চত্বরে চারা রোপন করে প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি মোঃ এফতেখারুল ইসলাম বলেন, পরিবেশ ঠিক রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আসুন আমরা সবাই বৃক্ষ রোপন করি এবং এই সবুজায়নের অগ্রযাত্রায় সঙ্গী হই।
আরও পড়ুন
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনাকে সর্বতো সমর্থন অব্যাহত রাখতে হবে — রবি উপাচার্য
জাতীয় দিবস মহান স্বাধীনতা -২০২৩ উপলক্ষে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত
ফ্রিজে ঢুকিয়ে কুরিয়ারে ফেনসিডিলের চালান!