সাঈদুর রহমান চৌধুরী,চট্টগ্রামঃ হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও কুমিল্লা রিজিওন পুলিশ সুপারের নির্দেশনায় পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল চন্দ্র ভৌমিকের নেতৃত্বে করোনা ভাইরাস সংকটকালীন এই দুর্যোগ মুহূর্তে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা, স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন নিশ্চিত করা ও মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ করতে নিয়মিত অভিযান চালিয়ে ও নানানমুখী উদ্যোগ নিয়ে কঠোর অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ি।
প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন ও প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করা হচ্ছে কিনা তা তদারকি করছেন পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা।সেইসাথে বাসের ড্রাইভার, হেলপার ও যাত্রীদের মধ্যে করোনা ভাইরাস বিষয়ক জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করছেন তারা।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘদিন ধরে পরিবহন খাতে চাঁদাবাজি করার অভিযোগ আছে বিভিন্ন ব্যক্তি ও পরিবহন সংগঠনের নেতাদের বিরুদ্ধে।এসব পরিবহন শ্রমিক নেতাদের কাছে এক প্রকার জিম্মি রয়েছে পরিবহন শ্রমিকরা।এবার এসব চাঁদাবাজি বন্ধে করতে কঠোর অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ি।এছাড়াও মহাসড়কে থ্রি হুইলার(তিন চাকার গাড়ি) চলাচলে বন্ধে কঠোর অবস্থানে রয়েছেন তারা।
পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে এক পথসভায় পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো,চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কোথাও কোনো ধরনের চাঁদা দিবেন না।কেউ চাঁদা দাবি করলে আমাদের জানাবেন।আমরা তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবো।সেইসাথে মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা, সিএনজি, ভটভটি ইত্যাদি না চালানোর জন্য থ্রি হুইলার মালিক-শ্রমিকদের আহ্বান জানানো হয়।
মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কোন ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বলেন, আমরা মহাসড়ককে চাঁদাবাজি ও থ্রি হুইলার মুক্ত করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।কোথাও কোন ড্রাইভার হেলপার চাঁদাবাজির শিকার হলে সঙ্গে সঙ্গে বিষয়টি আমাকে অথবা পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ডিউটিরত অফিসারকে জানানোর জন্য অনুরোধ করছি।
মহাসড়কে তিন চাকার যান চলাচল করলে কিংবা চলাচলের অনুমতি প্রদান করলে এর বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন
চকোরিয়াতে পুকুরে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু
স্বেচ্ছাসেবক দলের ত্রাণ সামগ্রী বিতরণ
মোহনপুরে একটি বিদ্যালয়ে চুরির অভিযোগে একজন আটক