হোম » সারাদেশ » শেরপুরে সিএনজিচালিত অটোরিকশার চাপায় এক শিশু নিহত

শেরপুরে সিএনজিচালিত অটোরিকশার চাপায় এক শিশু নিহত

শেরপুরের সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় রমজান আলী (৪) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে শেরপুর-কামারেরচর সড়কের চরশেরপুর পশ্চিম দড়িপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান আলী সদর উপজেলার চরশেরপুর পশ্চিম দড়িপাড়া এলাকার মাসুদুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে শিশু রমজান আলী চরশেরপুর পশ্চিম দড়িপাড়া এলাকার বাড়ির সামনের সড়ক পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে শিশু রমজান আলী ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই অটোরিকশাটি ফেলে চালক পালিয়ে যান।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরিবারের আবেদনক্রমে ময়নাতদন্ত ছাড়াই নিহত শিশুর লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। ঘাতক সিএনজি অটোরিকশার চালককে আটকের চেষ্টা চলছে।

-মোঃ শরিফ উদ্দিন-

Loading

error: Content is protected !!