হোম » সারাদেশ » আমেরিকা প্রবাসী শামীমের দেড় বছরের কারাদণ্ড

আমেরিকা প্রবাসী শামীমের দেড় বছরের কারাদণ্ড

পিটিশন ১২৯/২০২২ দায়ের করা প্রতারণা মামলায় আমেরিকা প্রবাসী শামীম নেওয়াজ আলী শরিফের দেড় বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ জুন) বাগেরহাটের সিনিয়র জুডিসিয়াল  ম্যাজিস্ট্রেট আদলতের বিচারক মোঃ আছাদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
বাগেরহাটের শরণখোলা উপজেলাধীন ধানসাগরের মোঃ মনির হোসেন শেখ বাদী হয়ে ২০২২ সালের ১৯ জুলাই মোড়েলগঞ্জ উপজেলাধীন পল্লীমঙ্গল এলাকার শামীম নেওয়াজ আলী শরিফের বিরুদ্ধে কোর্টে প্রতারনার পিটশন মামলা দায়ের করেন। বাদী মনির হোসেন অভিযোগ করেন ২০১৬ সালের ৫ ডিসেম্বর চৌধুরী আবাসিক হোটেলের ৫০% সেয়ারের বিনিময়ে নগদ আট লক্ষ টাকা শামীমকে প্রদান করে ব্যবসায়ীক চুক্তি করেন। পরবর্তীতে আসামী শামীম বাদীর সহিত উক্ত চুক্তি ভঙ্গ করিয়া হোটেল ব্যবসা বন্ধ করে দেন। চুক্তি ভঙ্গ করায় বাদী মনির হোসেন আসামীর নিকট তার দেওয়া আট লক্ষ টাকা ফেরৎ চাইলে আসামী শামীম টাকা দিতে অস্বীকার করেন।
অভিযোগের পিটিশন আমলে নিয়ে বিজ্ঞ আদালত বাগেরহাট গোয়েন্দা পুলিশ বরাবর তদন্তের নির্দেশ দেয়। গোয়েন্দা পুলিশের এস আই সুলতান মাহমুদ ৫ সেপ্টেম্বর ২০২২ আদলতে আসামি শামীম কে ৪২০ ও ৪০৬ ধারায় অপরাধী সাব্যস্ত করে প্রতিবেদন দাখিল করেন

Loading

error: Content is protected !!