হোম » সারাদেশ » ফের আলোচনায় চকরিয়ার হোটেল আল-ফরিদ

ফের আলোচনায় চকরিয়ার হোটেল আল-ফরিদ

কক্সবাজার চকরিয়া পৌরশহরের আবাসিক হোটেল আল-ফরিদ থেকে চোর-ডাকাত সিন্ডিকেটের ৫ সদস্য আটকের পর ফের আলোচনায়। বিভিন্ন সময় এই হোটেলে দেশের বিভিন্ন এলাকা থেকে যুবতীদের ভাড়া করে পতিতাবৃত্তি, কিশোর গ্যাং আড্ডা, চোর-ডাকাত সিন্ডিকেটের আড্ডা আলোচনায় আসছিল।

গত ২০২৩ সালের শুরুতে বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে ১৬জন স্কুল কলেজের শিক্ষার্থী ও দেহব্যবসায়ী নারী আটক করছিল প্রশাসন।

সর্বশেষ আল-ফরিদ হোটেল থেকে বন্দুকসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন – চকরিয়া পৌরসভার বিনামারা এলাকার জসীম উদ্দিনের ছেলে কামরুল ইসলাম ছোটন (১৯), গিয়াস উদ্দিনের ছেলে তায়েবুল ইসলাম (২২), আবুল কালামের ছেলে আরফাতুল ইসলাম (২২), পৌরসভার চেয়ারম্যান পাড়ার রাজীবুল হকের ছেলে মিনহাজুর রহমান নয়ন (২৯) ও ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকার নুরুল কবিরের ছেলে মাহমুদুল করিম (২৮)। এঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। এবং প্রতিতা পাড়া ক্ষেত চকরিয়া পৌরশহরের হোটেল গুলোতেও গ্রাহক শুন্যতায় ভোগছে।

-ফের আলোচনায় চকরিয়ার হোটেল আল-ফরিদ-

Loading

error: Content is protected !!