হোম » সারাদেশ » চাটখিলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাটখিলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাটখিলে পানিতে ডুবে মো: হাবিবুর রহমান নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু হাবিবুর রহমান পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব গোবিন্দ গ্রামের সালামত উল্লাহ মিস্ত্রি বাড়ির হাফেজ মো: পারভেজ হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২৭ জুন)  ৩টার দিকে উপজেলার পূর্ব গোবিন্দ গ্রামে এই ঘটনা ঘটেছে। 
পারিবারিক  সূত্রে জানা, বৃহস্পতিবার দুপুরে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
-আলমগীর হোসেন হিরু-

Loading

error: Content is protected !!