হোম » সারাদেশ » ঠাকুরগাঁওয়ে ১২ বোতল ফেনসিডিল সহ ২জন আটক 

ঠাকুরগাঁওয়ে ১২ বোতল ফেনসিডিল সহ ২জন আটক 

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ে ১২ বোতল ফেনসিডিল সহ ২জন আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার ২১শে জুন ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ এরই পরিপ্রেক্ষিতে ১০ নং জামালপুর ইউপির অন্তর্গত শিববাড়ী হতে বড়পুগী গ্রামে যাওয়ার রাস্তায় কাশেমের মিল চাতাল এর সামনে থেকে ১২ বোতল ফেন্সিডিল সহ ২ জন কে আটক করেছে পুলিশ আটককৃতরা হলেন ১, মোঃ মেহেল ওরফে মেহেদী (২০), পিতা- মোঃ হাবিবুর রহমান, মাতা- মোছাঃ শিরিন আক্তার এবং ২,মোঃ সালাউদ্দীন (১৯), পিতা- মোঃ রফিকুল ইসলাম, মাতা- মোছাঃ সালমা বানু, উভয়ের গ্ৰাম পশ্চিম পারপুগী ঠাকুরগাঁও সদর, জেলা- ঠাকুরগাঁও  গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন অপরাধ দমন এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।

Loading

error: Content is protected !!