হোম » সারাদেশ » ভৈরবে  পৃথক সড়ক দূর্ঘটনায়  নারীসহ  ২ জন নিহত

ভৈরবে  পৃথক সড়ক দূর্ঘটনায়  নারীসহ  ২ জন নিহত

ভৈরবে  পৃথক সড়ক দূর্ঘটনায়   নারী ও বৃদ্ধসহ  ২ জন নিহত হয়েছে।  নিহতদের মধ্যে  ১ জনের পরিচয়  পাওয়া  গেছে । সে হলো চন্ডিবের  গ্রামের নবী হোসেন (৬২) এবং  অপর জন হলেন অজ্ঞাত নামা (৪৫) নারী। 
হাইওয়ে  পুলিশ  ২ জনের মরদেহ উদ্ধার  করেছে । এর মধ্যে  নবী হোসেনের  মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।
এছাড়া অজ্ঞাত  নারীর পরিচয়  না পাওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য  কিশোরগঞ্জ  সদর হাসপাতাল  মর্গে পাঠানো হয়েছে । ভৈরব  হাইওয়ে  থানার অফিসার ইনচার্জ  মোঃ সাজু মিয়া জানান, ভোরে ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব  দূর্জয় মোড়ে ভোরে অজ্ঞাত  বাসের চাপায় নবী গূহোসেন ঘটনাস্থলে  মারা যায়।
এছাড়া রাত আনুমানিক  ১০ টার দিকে  ভৈরবের আকবর নগর বাসষ্ট্যান্ড সংলগ্ন  এলাকায়  অজ্ঞাত  যানবাহনের ধাক্কায়   ঘটনাস্থলে  ১ নারী  নিহত হয়েছে । তার পরিচয়  সনাক্ত করা  যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সকালে  কিশোরগঞ্জ  সদর হাসপাতাল  মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায়  পৃথক ২ টি অপমৃত্যু  মামলা  রুজু করা হয়েছে ।

Loading

error: Content is protected !!