হোম » সারাদেশ » ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় যুবক আটক

ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় যুবক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর রতœাই সীমান্তে নীতিশ পাল (২৫) নামে এক যুবককে আটক করেছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রতœাই বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নুরুল ইসলাম। আটককৃত ওই যুবক বালিয়াডাঙ্গী উপজেলার বেলতলা গ্রামের ধীরেন পালের ছেলে বলে তথ্য পাওয়া যায়।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি সুত্র জানায়, ২২ মে বুধবার রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রতœাই বিওপির ঠকবস্তি বটতলা সিমানায় ডিউটি করার সময় রাত ৮ টায় সিমানা পিলার ৩৮২-এস এর ২০০ গজ ভিতরে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করে নীতিশ পাল। এসময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। নীতিশ গত আট বছর ধরে ভারতের দিল্লিতে রাস্তা মেরামতের কাজে নিয়োজিত একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে কাজ করতেন।
পরে তাকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও বিজিবির পক্ষ থেকে বলা হয়।

Loading

error: Content is protected !!