হোম » সারাদেশ » বগুড়ার শিবগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

বগুড়ার শিবগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

বগুড়া প্রতিনিধিঃ    বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে  নির্বাচনী ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা বুধবার সকালে উপজেলার শিবগঞ্জ পাইলট বালিকা  উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।  
প্রশিক্ষণ কর্মশালায়  ভোটগ্রহণ কর্মকর্তাদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা
আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম।
৯৬২ জন ভোটগ্রহণ কর্মকর্তা ( সহকারী প্রিসাইডিং. পোলিং এজেন্ট) প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। ২৭ জন প্রশিক্ষক তাদের কে ভোট গ্রহণ সম্পর্কে প্রশিক্ষণ করেন।
প্রসঙ্গতঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মাশালা অনুষ্ঠিত হয়।

Loading

error: Content is protected !!