হোম » সারাদেশ » মানিকগঞ্জে ৩ উপজেলার নির্বাচনী ফলাফল

মানিকগঞ্জে ৩ উপজেলার নির্বাচনী ফলাফল

মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে মানিকগঞ্জের ঘিওর, শিবালয় ও দৌলতপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইভিএমে অনুষ্ঠিত ভোটে এই তিন উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গণমানুষের ভোটে বিজয়ী তিন উপজেলার চেয়ারম্যানদের এলাকায় আনন্দের জোয়ার বইছে।

ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মাহাবুবুর রহমান জনি। তাঁর নির্বাচনী প্রতীক ছিল শালিক পাখি।

মঙ্গলবার রাত ১০টার দিকে ঘিওর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এ ফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘিওর উপজেলার সাতটি ইউনিয়নের ৫৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৭১৪ জন এবং নারী ভোটার ৬৯ হাজার ৬৯ জন।

ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েন ৯ প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে লড়েন সাতজন। নারী ভাইস চেয়ারম্যান পদে লড়েন নির্বাচনে ৪৭ দশমিক ৯৬
শতাংশ ভোট পড়ে। চেয়ারম্যান পদে নির্বাচিত মাহাবুবুর রহমান জনি বেসরকারি ফল অনুযায়ী ২১ হাজার ৮০৬ ভোটে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হামিদুর রহমান পেয়েছেন মোটরসাইকেল প্রতীকে ৮ হাজার ৮৯৬ ভোট।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তালা প্রতীকের প্রার্থী আব্দুল আলিম। মহিলা ভাইস পদে বিজয়ী হাঁস প্রতীকের প্রার্থী তানজিনা খন্দকার।

দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন এস.এম শফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ২২ হাজার ৬১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম রাজা পেয়েছেন ১৪ হাজার ৩৪১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন কাজী ফরিদা ইয়াসমীন ও পুরুষ ভাইস চেয়ারম্যান হয়েছেন মুহাম্মদ শামছুর রহমান শাহীন।

শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুর রহিম খান (দোয়াত- কলম) ৩২ হাজার ৫৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবারক হোসেন খান পান্নু (মোটরসাইকেল) পেয়েছেন ২১ হাজার ৪৬৬ ভোট।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) আলী আহসান মিঠু উড়োজাহাজ প্রতীকে ৩৫ হাজার ৯৭৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ফুটবল প্রতীকে রুনা আক্তার ২১ হাজার ৮১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Loading

error: Content is protected !!