হোম » সারাদেশ » সিরাজগঞ্জে ৪০ কেজি গাজাসহ দুই মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে ৪০ কেজি গাজাসহ দুই মাদক কারবারি আটক

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ৪০ কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি গ্রামে নৌ বন্দর পোর্টের দক্ষিণ পশ্চির্ম ঘাট থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার চর গোবিন্দপুর গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে মোঃ এরশাদুল (৩৬) ও একই থানার মৃত আবেদ আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪০)।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীন এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীনের নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি গ্রামে নৌ বন্দর পোর্টের দক্ষিণ পশ্চির্ম ঘাটে একটি কাঠের তৈরি ইঞ্জিন চালিত নৌকায় তল্লাশী চালিয়ে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করে। এসময় দুই মাদক কারবারিকে আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Loading

error: Content is protected !!