হোম » সারাদেশ » সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুক্তি ও তাড়াশে মনি চেয়ারম্যান নির্বাচিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুক্তি ও তাড়াশে মনি চেয়ারম্যান নির্বাচিত

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের দুই উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 
এর মধ্যে উল্লাপাড়া উপজেলায় মোটরসাইকেল প্রতীকে ৮৮ হাজার ১৯২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নবী নেওয়াজ খাঁন বিনু হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৮৬১ ভোট। দুজনের ভোটের ব্যবধান ৬৬ হাজার ৩৩১।
অন্যদিকে বেসরকারি ফালফলে তাড়াশ উপজেলা পরিষদে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনি। তিনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ১৩১ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬২৭ ভোট। তাদের দুজনের ভোটের ব্যবধান মাত্র ৪ হাজার ৫০৪টি।
ভোট গননা শেষে জেলা রিটার্নিং অফিসার গণপতি রায় এ বেসকরকারিভাবে উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার ফলাফল ঘোষণা করেন।

Loading

error: Content is protected !!