হোম » সারাদেশ » নলডাঙ্গায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলা নির্বাচন সম্পন্ন 

নলডাঙ্গায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলা নির্বাচন সম্পন্ন 

মোস্তাফিজুর রহমান, নলডাঙ্গা,নাটোর প্রতিনিধি : নলডাঙ্গা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে  রবিউল ইসলাম নির্বাচিত,ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ,মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন বিজয়ী।
নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রবিউল ইসলাম জোড়া ফুল প্রতীকে ১১ হাজার ২৪০ ভোট পেয়ে বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিন্বন্দ্বী তৌহিদুর রহমান লিটন কাপপিরিচ প্রতীকে ১০ হাজার ৭১৭ ভোট পেয়েছেন।
বুধবার রাত সাড়ে ১১ টার দিকে বেসরকারী এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটানিং কর্মকর্তা আব্দুস সালাম। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ টিবওয়েল প্রতীকে ১৮ হাজার ৪৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রায়হান তানভীর ১৩ হাজার ৮৩৯ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে রিনা পারভীন ১৮ হাজার ৮১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহুয়া পারভীন লিপি হাঁস প্রতীকে  ১৭ হাজার ৯৩৫ ভোট পেয়েছেন।
নানা নাটকীয়তা শেষে চেয়ারম্যান প্রার্থীর ফলাফল ঘোষনা করা হয় রাত ১১.৩০ মিঃ।  মহিলা ভাইচ চেয়ারম্যান দুই প্রতিদ্বন্দ্বী  প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে ফলাফল বাড় বাড় গণনাকরার কারনে রাত দেড় টা পারহয়ে যায়। পরে রাত দেড়টার  দিকে পরুষ ভাইচ চেয়ারম্যান ও মহিলা ভাইচ চেয়ারম্যা এ দুই প্রার্থীর ফলাফল ঘোষণা করেন সহকারী রিটানিং কর্মকর্তা আব্দুস সালাম।
নলডাঙ্গা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী,ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৭ হাজার ১৫১ জন।
error: Content is protected !!