হোম » সারাদেশ » জামালপুরের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম

জামালপুরের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম

রবিউল হাসান লায়ন : জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম । তবে বেলার বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়ার আশা করছে সংশ্লিষ্টরা।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, এবারে নির্বাচনে সদর উপজেলার ১৫ টি ইউনিয়নের ১৬৯ টি ভোট কেন্দ্রে ১৪১০ টি। নির্বাচনে ২ লাখ ৬৯ হাজার ৮ শ ৭০ জন পুরুষ ভোটার ও ২ লাখ ৮১ হাজার ৫ শ ৭৮ জন নারী ভোটার রয়েছে।

১৬৯ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৫৪ টি ভোট কেন্দ্র ঝঁকিপূর্ণ ঘোষনা করেছে প্রশাসন।

আর এসব কেন্দ্রের নিরাপত্তার জন্য ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১ হাজার ২২ জন পুলিশ, ৩ হাজার ৪ শ ৬ জন আনসার এ ছাড়াও  বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

Loading

error: Content is protected !!