হোম » সারাদেশ » গাইবান্ধায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

গাইবান্ধায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

শাহজাহান সিরাজ : গাইবান্ধা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর উদ্যাগে শব্দদূষন ও নিয়ন্ত্রনে সমন্বিত অংশীদারিত্ব মূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে বুধবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।  কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী। এবারের প্রতিপাদ্য ছিল ‘আসুন সবাই শব্দদূষন হ্রাসে সচেষ্ট হই’। 
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র অফিসার মো. হাসান-ই-মোবারক, অতিরিক্ত পুলিশ সুপার মো.  আব্দুল্লা আল মামুন, বিআরটিএ’র সহ-পরিচালক মো. রবিউল ইসলাম, জেলা মটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন প্রমুখ। এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
error: Content is protected !!