হোম » সারাদেশ » চন্দনাইশে বন্যহাতি হামলায় নিহত- ১, আহত- ১

চন্দনাইশে বন্যহাতি হামলায় নিহত- ১, আহত- ১

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ড মধ্যম বাইনজুড়ি এলাকায় বন্য হাতির হামলায় ১ জন নিহত ও অপর একজন আহত হয়েছে। নিহতের নাম মো. জাগির হোসেন (৬৫)। তিনি ওই এলাকার মৃত আবদুর রাজ্জাকের ছেলে।
নিহত জাগির হোসেনের ১ স্ত্রী, ৫ কন্যা ৩ ছেলে সন্তান রয়েছে। এছাড়া সালাহ উদ্দীন (৪৫) নামে অপর একজন আহত হয়। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (১৫ এপ্রিল) সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটনা ঘটে।
জানা যায়, জাগির হোসেন সোমবার ভোরে নিজের ক্ষেতে কাজ করার সময় হঠাৎ দুটি বন্যহাতি তাকে পায়ে পৃষ্ঠ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বন্যহাতির দুটি একই এলাকার শেবন্দীর সালাহ উদ্দীনকে আহত করে।
খবর পেয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম নিহতের বাড়িতে আসেন। এসময় নিহত পরিবারে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা ও আহতের পরিবারকা ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এসময় বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, প্রকল্প কর্মকর্তা রিয়াদ হোসেন, চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো.শহীদুল ইসলাম, সাংবাদিক এম এ হামিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
error: Content is protected !!