হোম » সারাদেশ » রোজাদার পথচারীদের মাঝে হৃদয়ে আলফাডাঙ্গা’র ইফতার বিতরণ

রোজাদার পথচারীদের মাঝে হৃদয়ে আলফাডাঙ্গা’র ইফতার বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সবচেয়ে বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে আলফাডাঙ্গা’র ৭ম বর্ষপূর্তি ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে সংগঠনটি।
সোমবার ইফতারের পূর্বমুহূর্তে আলফাডাঙ্গা সদর বাজারের চৌরাস্তা, চুয়াল্লিশের মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিভিন্ন শ্রেণি-পেশার রোজাদার পথচারীদের মাঝে এসব ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এসব বিতরণ কার্যক্রমে সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্যগণ অংশ নেন।
২০১৭ সালের ২ এপ্রিল আলফাডাঙ্গা উপজেলার একঝাঁক উদ্যোমী তরুণ যুবক হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ‘আমরাই গড়বো নান্দনিক আলফাডাঙ্গা’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্নের পর থেকেই সংগঠনটির সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছশক্তির জোরে প্রত্যেকেই তাদের নিজের লেখাপড়া কিংবা কর্মের পাশাপাশি স্বেচ্ছায় সমাজের নানা রকম জনহিতকর কর্মকাণ্ড পালন করে আসছে।
হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের ৭ম বর্ষপূর্তি শেষে ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছেন সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্যগণ।
সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্য মো. মনিরুল ইসলাম জানান, ‘আমাদের সংগঠনের গৌরবের ৭ম বর্ষপূর্তি ও মানবতার সেবায় ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম ছাড়াও সেরা রক্তদাতা সম্মাননা, আলোচনা সভা, দোয়া, মাদ্রাসা শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।’
ইফতার বিতরণ সম্পর্কে সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, ‘এটি একটি অরাজনৈতিক সংগঠন। স্বেচ্ছায় মানুষের সেবার ব্রত নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে মানবতার কাজে নিজেদের নিয়োজিত রাখতে চাই। অনেক শ্রমজীবী মানুষের জীবিকার তাগিদে সন্ধ্যা হয় রাস্তাতেই। তাদের কথা বিবেচনা করেই আমাদের আজকের ক্ষুদ্র আয়োজন। আমরা চেষ্টা করেছি একবেলা তাদের পাশে থাকতে।’
error: Content is protected !!