হোম » সারাদেশ » ভৈরবে চালক নিজেই ছিনতাই কারী সেজে ইজিবাইক ছিনতাইয়ের নাটক

ভৈরবে চালক নিজেই ছিনতাই কারী সেজে ইজিবাইক ছিনতাইয়ের নাটক

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ প্রতিনিধি : ভৈরবে ছিনতাই নাটক সাজিয়ে  ও শেষ রক্ষা হলোনা বিভাটেক চালক শাহআলমের । শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লো । এমন তথ্য জানা গেছে চালক শাহ আলমের কাছ থেকে । এদিকে চোরাই ব্যাটারী কেনার অপরাধে কালিকাপ্রসাদ আতকা পাড়া গ্রামের হুমায়ুন কবিরকে ও গ্রেফতার করেছে পুলিশ ।
পুলিশ জানায়, বিভাটেক চালক শাহ আলম কে  সোমবার রাতে চানপুর ব্রীজের কাছে ছিনতাইকারীরা তাকে পিটিয়ে আহত করে  বিভাটেক নিয়ে পালিয়ে গেছে । এমন একটি ছবি সামাজিক যোগাযোগ ফেসবুকে ভাইরাল হয় । বিষয়টি ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের নজরে আসে ।
পরে তিনি রাতেই বিভাটেক চালককে আটক করে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য । চালকের গায়ে আঘাতের কোন চিহ্ন ছিলনা । চালক তার শরীরে কাদা মাটি মেখে তাকে মারধোর করে বিভাটেক নিয়ে গেছে ছিনতাইকারীরা  এমন নাটক সাজিয়ে বিভাটেকের ব্যাটারী গুলো  ২৯ হাজার ৫শ টাকায় হুমায়ুনের কাছে বিক্রি করে দেয় ।
বিক্রির টাকা ভৈরব রানীর বাজার খান ষ্টোরের মালিক মাসুদের কাছ রেখে আসে । আর বিভাটেকটি শহরের চন্ডিবের আইভি রহমানের বাড়ির পাশে একটি কবর স্থানের কাছে বিভাটেকের বডিটি রেখে মালিককে জানায় যে তাকে পিটিয়ে বিভাটেক নিয়ে গেছে ছিনতাইকারীরা । পরে রাতেই বিভাটেকের মালিককে সাথে নিয়ে ওসি কালিকাপ্রসাদ থেকে হুমায়ুন কবিরকে গ্রেফতার করে ।
গ্রেফতারের পর ভৈরব রানীর বাজার খান ষ্টোরের মালিক মাসুদের কাছ থেকে বিভাটেক বিক্রির টাকা উদ্ধার করা হয় । বিষয়টি বিভাটেক চালক  শাহ আলম সাংবাদিকদের কাছে ও স্বীকার করেছে । এ বিষয়ে চোরাই ব্যাটারী ক্রেতা হুমায়ুন  স্বীকার করে বলে যে সে জানতাে না এগুলো চুরির ব্যাটারী।
এ বিষয়ে বিভাটেক মালিক  বাবু মোল্লা জানান, গত ২ বছর ধরে শমাহ আলম তার বিভাটেক ( অটোরিক্সা ) ভাড়া নিয়ে চালান । কিন্ত মাস দুয়েক যাবৎ ঠিক মতো ভাড়া জমা দেয়না শাহআলম । শাহ আলম আমাকে ও জানিয়েছে যে তাকে পিটিয়ে ছিনতাইকারীরা বিভাটেক নিয়ে গেছে । পরে আমাকে নিয়ে বিভাটেক খুজতে বেরিয়ে তার দেখানো মতে বডি উদ্ধার করা হয় ।
কিন্ত সে যে এমন নাটক সাাবে বুঝতে পারিনি । এ বিষয়ে বাবুল মোল্লা বাদী হয়ে  ভৈরব থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
error: Content is protected !!