হোম » সারাদেশ » উল্লাপাড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুণর্মিলনী অনুষ্ঠিত 

উল্লাপাড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুণর্মিলনী অনুষ্ঠিত 

হাবিবুর রহমান: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ উল্লাপাড়া (পিইউএস‌এওইউ) এর পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উল্লাপাড়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মোমেনা আলী স্কুল অডিটোরিয়ামে এ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সুমন হাসানের সঞ্চালনায় এবং আল্লামা ইকবাল পলাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হেদায়েত আহমেদ এলান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক চয়ন চাকী, সরকারি আকবর আলী কলেজের বাংলা বাংলা বিভাগের প্রভাষক বুলবুল আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ফরহাদ আলী, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রাশিদুল হাসানসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীবৃন্দ। এসময় উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেনা ও অনুপ্রেরণামূলক কথা বলেন।
হেদায়েত আহমেদ এলান বলেন, ‘তোমরা আমাদের আগামীর ভবিষ্যত। নিজেদের মেধা দিয়ে সর্বোচ্চ শিখরে পৌঁছাতে হবে। আমরা তোমাদের পাশে থাকবো। সকল সময় সাহায্য- সহযোগিতা থাকবে। প্রভাষক বুলবুল আহমেদ বলেন, ‘যেকোনো সমস্যা সমাধানে তোমাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। সততার সাথে নিজের আবিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাও।’
ছাত্রলীগের সহ-সভাপতি ফরহাদ আলী বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। এটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমরা সবসময় পাশে থাকবো। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রাশিদুল হাসান বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে। বিভিন্ন সময় শিক্ষার্থীদের ভর্তিতে আর্থিক সহযোগিতা প্রদান করেছে। সংগঠনটির সভাপতি এত সুন্দর আয়োজনের জন্য এবং উপস্থিত শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন।
উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সকল জাতীয় অনুষ্ঠান এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও উল্লাপাড়ায় পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠাসহ সমাজের অবহেলিত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে প্রতিঙ্গাবদ্ধ।
error: Content is protected !!