হোম » শহর-নগর » পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধের চেষ্টা

পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধের চেষ্টা

আওয়াজ অনলাইন : বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, রওশন সড়ক এলাকায় বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।  

বৃহস্পতিবার সকালে থেকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করে।

গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় মজুরি বাড়ানোর দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছে। এরপর  নতুন মজুরি কাঠামো ঘোষণা করে সরকার। এতে সন্তুষ্ট না হয়ে আজ সকাল থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় লিবাস নিটওয়্যার, হাসান তানভীর ফ্যাশনসহ  কয়েকটি কারখানার শ্রমিকরা আবারও বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে। পরে পুলিশ, র‌্যাব ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এসময় আন্দোলনের মুখে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

error: Content is protected !!