বগুড়া প্রতিনিধি: বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মিনহাজ (২১), নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মাটিডালী এসওএস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহাজ উপজেলার নুনগোলা ইউনিয়ের কুকরুইল এলাকার রানা মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক রাসেল আহম্মেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজ মাটিডালী থেকে এসওএস স্কুলের সামনে আসতেই পেছনে থেকে কুড়িগ্রাম এ আর ট্রাভেলস্ নামক একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে যায় মিনহাজ এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাসটি পালানোর চেষ্টা করলে বাসের সাথে মোটরসাইকেলটি আটকে থাকায় বাসটির গতি থেমে যায়। পরে পুলিশ এসে বাসটিকে আটক করে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক রাসেল মিয়া বলেন, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।।
আরও পড়ুন
যুবকের গলাকাটা লাশ উদ্ধার
চাটখিলে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার
অন্ডকোষে আঘাত করে স্বামীকে হত্যার অভিযোগ, স্ত্রী আটক