হোম » শিক্ষা » ধুনটে স্বপ্ন সোপান সংগঠনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

ধুনটে স্বপ্ন সোপান সংগঠনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ  ”স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই” এই শ্লোগান ধারন করে মেধাবী শিক্ষার্থীর অন্বেষণে ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সমন্বয়ে ২০১৯ সালে স্বপ্ন সোপান ফাউন্ডেশনের অগ্রযাত্রা শুরু হয়। 
২ ডিসেম্বর (শনিবার) দুপুরে উপজেলার খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ে স্বপ্ন সোপান স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বৃত্তি পরীক্ষা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে অষ্টম শ্রেণিতে ১২ জন, নবম শ্রেণিতে ১০ জন ও দশম শ্রেণির ৬ জন সহ সর্বমোট ৩২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এছাড়া গোপালনগর ইউনিয়ন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চান্স প্রাপ্ত ১২ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে স্বপ্ন সোপান ফাউন্ডেশন।
স্বপ্ন সোপান সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ হাবিবুর রহমান। স্বপ্ন সোপান সংগঠনের সভাপতি মোঃ রুবেল রানা ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আল- আমিন হোসেন এর স্বাগতিক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।
অনুষ্ঠানে বিশেষ প্রতিনিধির বক্তব্য রাখেন খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের সরকার, গোপালনগর ইউ এ কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাই, উপ সহকারী কৃষি কর্মকর্তা বাবুল রেজা বাবু, গান্ধাইল আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মোঃ হাসিনুর রহমান, মোঃ আনিছুর রহমান,মোঃ রমজান আলী,মোঃ হাসিনুর রহমান, পিরহাটি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক লিটন।
এসময় স্বপ্ন সোপান সংগঠনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, ওমর ফারুক, রুবেল, আলামীন, সবুজ, মাহমুদ, জিয়াউর, হিরন, আব্বাস, শুভ, আলামীন, জুয়েল, হৃদয়, তাইজুল, গোপাল, লেলিন, রাসেল, জসিম, সাকিব, মনিরুজ্জামান, এনামুল, মাকসুদ প্রমুখ।
স্বপ্ন সোপান সংগঠনের সভাপতি মোঃ রুবেল রানা বলেন একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার কোন বিকল্প নেই। আমরা স্বপ্ন সোপান সংগঠনের মাধ্যমে তরুণ মেধাবী শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী দেশ প্রেমী স্মার্ট নাগরিক হাওয়ার স্বপ্ন দেখাই। আমাদের এই সংগঠনের মাধ্যমে মেধাবী শিক্ষার্থী যাচাই, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, বাল্য বিবাহ রোধে সেমিনার, বিভিন্ন শিক্ষা কুইচ মূলক প্রতিযোগিতার মাধ্যমে সমাজের বিভিন্ন শাখায় অবদান রেখে আসছে।

Loading

error: Content is protected !!