হোম » শিক্ষা » জবি উপাচার্য ইমদাদুল হক আর নেই

জবি উপাচার্য ইমদাদুল হক আর নেই

আওয়াজ অনলাইন : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১১ নভেম্বর) ভোর ৫টায় রাজধানীর বিআরবি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার মো. মনসুর আলম।

তিনি বলেন, আজ ভোর ৫টায় বিআরবি হাসপাতালে উপাচার্য মারা গেছেন। স্যারের লাশ এখনও হসপিটালে আছে। আজ সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাজা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

এর আগে ক্যান্সার চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হয়েছিল। সেখানে মাস খানিক চিকিৎসা নেওয়ার পর অবস্থার উন্নতি হলে দেশে আনা হয়। পরে আবার অসুস্থ হলে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে নেয়া হয়।

সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জানাজার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা হবে।

উপাচার্যের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিক সমিতির সদস্যরা শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডীন ড. মো. ইমদাদুল হক। ২ বছরেই তিনি সততার সঙ্গে ক্যাম্পাসে নানা উন্নয়নমূলক ও অভূতপূর্ব একাডেমিক অগ্রগতিতে কৃত্বিত অর্জন করেন।

error: Content is protected !!