হোম » শিক্ষা » রৌমারীতে  শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ আন্দোলনে  শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রৌমারীতে  শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ আন্দোলনে  শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: রৌমারীতে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের লক্ষে চলমান আন্দোলনে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষকগণ।
গতকাল বুধবার (১৯জুলাই ) সকাল সাড়ে ১০ টার দিকে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এর আয়োজনে উপজেলার গেট সংলগ্ন ডিসি রাস্তায় এ মানববন্ধন পালন করা হয়।
এতে উপজেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, সহকারি অধ্যক্ষ এমএ আব্দুস সামাদ, আ: হাই, শাহজাহান সিরাজ, প্রধান শিক্ষক মিজানুর রহমান, খলিলুর রহমান, মোস্কাফিজুর রহমান আব্দুল মতিন, সুপার শাহাদত হোসেন, নুর ইসলাম, লুৎফর রহমান, সহ-সুপার আব্দুল হামিদ ও শিক্ষক কৃঞ্চা রানী অনেকেই।বক্তারা বলেন, জাতীয় করনের দাবীতে ঢাকায় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার সাথে জড়িত পুলিশের বিরুদ্ধে আইনী ব্যবস্থা ও শাস্তির দাবী করেন।
সেই সাথে সারাদেশে বেসরকারি শিক্ষকদের জাতীয় করনের দাবী করেন। জাতীয় করন না করা পর্যন্ত তাদের কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।
error: Content is protected !!