হোম » শিক্ষা » বালিয়াডাঙ্গীতে স্টার মডেল স্কুলে আন্তজাতিক মা দিবস পালিত

বালিয়াডাঙ্গীতে স্টার মডেল স্কুলে আন্তজাতিক মা দিবস পালিত

মোঃ হাসান আলী: বালিয়াডাঙ্গী প্রতিনিধি  : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ষ্টার মডেল স্কুলের উদ্যোগে আজ রবিবার  (১৪ মে) সকাল ১১টায় স্থানীয় ইক্ষু সেন্টারে আন্তজাতিক মা দিবস উপলক্ষে ব্যাপক কমসূচীর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষাথীদের মাধ্যমে তাদের মায়েদের ফুলেল শুভেচ্ছা জানানোর পর মাদের পা ধুয়ে দেওয়া, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিবসটি পালন করা হয়।
বালিয়াডাঙ্গী ষ্টার মডেল স্কুলের পরিচালক রেজাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল্লহীল বাকী, মধুপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আশরাফুল ইসলাম চৌধুরী, প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা সলেমান আলী,বালিয়াডাঙ্গী স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রাইয়ান উল্লা দুলু,সাংবাদিক আবুল কালাম আজাদ, এটিএন এর জেলা প্রতিনিধি এম এ সামাদ, সাংবাদিক এম এ মমিন,সাংবাদিক মোহাম্মদ হাসান আলী ,
অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের শিক্ষক নুরে আলম, তহবুর রহমান, হারেসুল ইসলাম, বিপুল চন্দ্র, মাসুদ রানা, বিপুল চন্দ্র জেমস, হাসিনা বেগম, মিনু বেগম, সাবিনা বেগম, শাম্মী আক্তার, ইতি আক্তার,
শিক্ষাথীর অভিভাবক রুবা আক্তার, পারভীন বেগম, বেবী আক্তার, রুবা আক্তার, মহসিনা বেগম, লুৎফা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- ওই স্কুলের শিক্ষক মকবুল হোসেন। আলোচনা শেষে শিক্ষাথীরা তাদের মাকে পা ধুয়ে শ্রদ্ধা ও ভালোবাসা জানান।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি পালন করে।

Loading

error: Content is protected !!