হোম » শিক্ষা » শতভাগ জনবল নিয়ে খুলছে হাবিপ্রবি, চলবে সশরীরে ক্লাস!

শতভাগ জনবল নিয়ে খুলছে হাবিপ্রবি, চলবে সশরীরে ক্লাস!

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমন রোধে ক্যাম্পাস বন্ধ থাকার পর আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শতভাগ জনবল নিয়ে প্রশাসনিক এবং সশরীরে ক্লাস কার্যক্রম শুরু করতে যাচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান।
রেজিস্ট্রার অফিস জানায়, বিদ্যালয়ের সকল শিক্ষাবর্ষের (২০২১ শিক্ষাবর্ষ ব্যতীত) সশরীরে শ্রেণি কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে আগামী ২২-০২-২০২২ তারিখ হতে শুরু হবে। তবে ২০২১ শিক্ষাবর্ষের সশরীরে শ্রেণী কার্যক্রম আগামী ০৬-০৩-২০২২ তারিখ হতে শুরু হবে। সকল শিক্ষাবর্ষের জন্য প্রয়োজনে তত্ত্বীয় ক্লাস অনলাইনে নেয়া যাবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, জিমনেসিয়াম এবং টিএসসি ২২-০২-২০২২ তারিখ হতে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সকল অফিস কার্যক্রম সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত শতভাগ জনবল নিয়ে স্বাভাবিক নিয়মে স্বাস্থ্যবিধি মেনে চলমান থাকবে। রেজিস্ট্রার অফিস আরও বলেন, নবাগত শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের র‍্যাগিং থেকে মুক্ত রাখতে বিশ্ববিদ্যালয়ের “এন্টি-র‍্যাগিং নীতিমালা-২০২১” কার্যকর করা হবে।
error: Content is protected !!