হোম » শিক্ষা » বগুড়ার শাজাহানপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বগুড়ার শাজাহানপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বগুড়ার শাজাহানপুরে দাখিল ও এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২১ই জুন) নয়মাইল বামুনিয়া দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে আর.কে মেমোরিয়াল কর্দ ফাউন্ডেশন। এসময় নয়মাইল ও বামুনিয়া স্থানীয় ১৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এফ.এ.ভি.পি আখতারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ আবুল আলম,বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার।
এসময় আরও বক্তব্য রাখেন জয়পুরহাট পাঁচবিবি মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের প্রভাষক রাজিবুল ইসলাম, বুয়েট প্রশাসনিক কর্মকর্তা হামিদুল্লাহ শেখ নাইম,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন,মিরপুর ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক ফারুক হোসেন দিপু,অগ্রণী ব্যাংক ছোনকা শাখার পিও এন্ড ম্যানেজার জোবায়ের,হলিহেরা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আব্দুল হালিম,বামুনিয়া দারুল উলুম মাদ্রাসা সুপার হযরত আলী,মহিপুর দাখিল মাদ্রাসা সহ-সুপার রোকনুজ্জামান,ইন্জিনিয়ার মাসুদ রানা, সিনিয়র সফটওয়্যার ইন্জিনিয়ার তোফায়েল আহমেদ,শাজাহানপুর সোশ্যাল ওয়েলফেয়ার সভাপতি রাসেল আহমেদ,রাসেদ মাস্টার সহ এসময়  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম, এ রাশেদ,
বগুড়া জেলা প্রতিনিধিঃ

Loading

error: Content is protected !!