হোম » শিক্ষা » বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক ও  ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক ও  ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (২ মার্চ) সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কাজী অলিদ ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৮ বাসাইল- সখিপুরের সংসদ সদস্য অনুপম শাজাহান জয়।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাসাইল পৌর মেয়র রাহাত হাসান টিপু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নাজির আহমেদ রঞ্জু, বাসাইল পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আশীষ কুমার সরকার, বাসাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরে তাসনিম উর্মি, বাসাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মিয়া, বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান,  বাসাইল একাডেমিক সুপারভাইজার আল- আমিন, বাসাইল পাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উম্মে মুশতাক রায়হানা বেগম, বাসাল ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য কামরুজ্জামান খান, বাসাইল  উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওছমান আলী মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
error: Content is protected !!