হোম » খেলা » মিরাজ-শরিফুলের আঘাতে চাপে দক্ষিণ আফ্রিকা

মিরাজ-শরিফুলের আঘাতে চাপে দক্ষিণ আফ্রিকা

আওয়াজ অনলাইন : বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বায়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। শুরুতেই দক্ষিণ আফ্রিকার জোড়া উইকেট তুলে নিয়েছে বাংলাদেশি বোলাররা।  

টস জিতে ব্যাট করতে নেমে কিছুটা ধুঁকতে থাকে প্রোটিয়া ব্যাটাররা। ইনিংসের দ্বিতীয় ওভারে ক্যাচ দেন রেজা হেনরিখস। মেহেদি হাসানের বলে সেই সহজ সুযোগ মিস করেন স্লিপে থাকা তানজিদ তামিম। এরপর দ্রুত রান তোলার চেষ্টা করেন দুই ওপেনার। কিন্তু সেই জুটি বড় করতে দেন নাই পেসার শরিফুল ইসলাম।

দলীয় ৩৩ রানে ১৯ বলে ১২ রান করা হেনরিখসকে আউট করেন শরিফুল। তার আউটের পর ক্রিজে আসা রাসি ভ্যান ডুসেনকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন মেহেদি হাসান মিরাজ। শেষ পর্যন্ত পাওয়ার প্লের ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।

Loading

error: Content is protected !!