হোম » সারাদেশ » গোবিন্দগঞ্জে পৌরসভার উদ্যোগে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

গোবিন্দগঞ্জে পৌরসভার উদ্যোগে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) থেকে আঃ খালেক মন্ডলঃ  গত কয়েক দিনের টানা বর্ষণে পশ্চিমা থেকে নেমে আসা ঢলে ডুবে গেছে গোবিন্দগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা। পানি বন্দি হয়ে পড়েছেন অনেক পরিবার। পানি নিষ্কাশনের গতি ধীরগতি হওয়ায় ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এসব পানিবন্দি মানষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের চালসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য শহীদ পরিবারের সন্তান মুকিতুর রহমান রাফি।

শুক্রবার (৬ অক্টোবর) পৌরসভার ১ নং  ওয়ার্ডের বোয়ালিয়া,২ নং ওয়ার্ডের চাঁদপুর খলসী,৬ নং ওয়ার্ডের কুঠিবাড়ী এলাকায় ২ শতাধিক বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পৌর  কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাফু, সাবেক সেনা সদস্য ফুল মিয়া, যুবলীগ নেতা ঝন্টু,বলাই, তাঁতী লীগ নেতা এনামুল হক প্রমুখ।

Loading

error: Content is protected !!