হোম » আন্তর্জাতিক » বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিকল্পধারা নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিকল্পধারা নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

মোহাম্মদ অহিদ উদ্দিন: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবসে বিকল্পধারা বাংলাদেশ যুক্তরাজ্য শাখার সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন ও দলীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।

বিকল্পধারা যুক্তরাজ্য শাখার সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন, জ্যেষ্ঠ সহ-সভাপতি মিছবাহ জামাল, সহ-সভাপতি আশিক চৌধুরী ,সহ-সভাপতি ফাইজুল হক ও সাধারণ সম্পাদক ফজলুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবসে এক যৌথ বিবৃতিতে জাতিরজনকের প্রতি এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

বিকল্পধারার নেতারা বিবৃতিতে কিউবার অবিসংবাদিত নেতা ফিডেল ক্যাস্ট্রোর ঐতিহাসিক উক্তি স্মরণ করে বলেন, ফিডেল ক্যাস্ট্রো যথার্থই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হিমালয়ের সঙ্গে তুলনা করে বলেছিলেন, ‘আমি হিমালয়কে দেখিনি, তবে শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসে এ মানুষটি ছিলেন হিমালয় সমান।’

বার্তা প্রেরক:
সভাপতি
বিকল্পধারা যুক্তরাজ্য শাখা

Loading

error: Content is protected !!