হোম » আন্তর্জাতিক » নাইজারে অস্থিরতার সুযোগ নিচ্ছে ওয়াগনার বাহিনী: ব্লিঙ্কেন

নাইজারে অস্থিরতার সুযোগ নিচ্ছে ওয়াগনার বাহিনী: ব্লিঙ্কেন

আওয়াজ অনলাইন: রাশিয়ার ওয়াগনার বাহিনী আফ্রিকার দেশ নাইজারের অস্থিরতার সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
বিবিসির ফোকাস অন আফ্রিকা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ব্লিঙ্কেন বলেছেন, নাইজারে যা ঘটেছে বা চলছে সেখানে রাশিয়া বা ওয়ানগানের হাত আছে বলে তিনি মনে করেন না। তবে, তারা এই ঘটনার ফায়দা নেয়ার চেষ্টা করছেন বলে মনে করেন মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী।

ব্লিঙ্কেনের মতে, ওয়াগনার অস্থিরতা কমায় না বরং অস্থিরতা আরও বাড়িয়ে তোলে।

সম্প্রতি নাইজারের ক্ষমতা কব্জাগত করা সামরিক সরকার এরই মাঝে ওয়াগনার বাহিনীর সাহায্য প্রার্থনা করেছে। নাইজারের পাশের দেশ মালিতেই আছে ওয়াগনার বাহিনীর অবস্থান।

দুই সপ্তাহেরও বেশি সময় আগে নাইজারের রাষ্ট্রপতি মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করার পর দেশটি জান্তা দ্বারা শাসিত হচ্ছে।

Loading

error: Content is protected !!