হোম » অন্যান্য বিভাগ » মোদি সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে আলোচনা শুরু

মোদি সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে আলোচনা শুরু

আওয়াজ অনলাইন: মণিপুরে চলমান সহিংসতার জেরে ভারতের লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। 

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টার দিকে সংসদের বাদল অধিবেশনে শুরু হয় এই আলোচনা।

প্রথমেই বক্তব্য রাখেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। বলেন, মণিপুর জ্বলছে অর্থ পুরো ভারত জ্বলছে। এরআগে আর কখনও এ ধরনের ভয়াবহ সহিংসতা ভারতের উত্তর-পূর্বের রাজ্যে দেখা যায়নি বলে জানান তিনি।

তিনি বলেন, মণিপুরে গিয়েছেন রাহুল গান্ধী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্যরাও। কেন যাননি প্রধানমন্ত্রী? মণিপুর নিয়ে ৩০ সেকেন্ডের জন্য মুখ খুলতে কেন ৮০ দিন সময় নিলেন প্রধানমন্ত্রী?

অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের এ প্রস্তাবকে- শেষ বলে ছক্কা মারার চেষ্টা বলে উল্লেখ করেছেন।

মনিপুরে সহিংসতার ঘটনায় সম্প্রতি পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে বিবৃতি দেয়ার দাবি জানায়। মোদি সরকার তাতে রাজি না হলে গেল ২৬ জুলাই অনাস্থা প্রস্তাব ডাকে বিরোধী জোট।

Loading

error: Content is protected !!